Menu

আর্থিক বিষয়

আমরা জানি যেকোন কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন । অর্থ ছাড়া কোন প্রতিষ্ঠানই পরিচালনা করা সম্ভব নয় । কিন্তু অত্র সংগঠন কোন প্রতিষ্ঠান, এন জি ও, বা কোন ব্যাক্তির একক অনুদান দ্বারা পরিচালিত হয় না । সংগঠনের প্রত্যেক সদস্যই প্রতি মাসে নুন্যতম ১০/-দশ টাকা অত্র সংগঠনে দান করেন।সদস্যদের প্রদত্ত অনুদান ও বিভিন্ন ব্যক্তির অনুদান এবং সাংগঠনিক নিজস্ব আয় অর্থ দ্বারাই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়। অত্র প্রতিষ্ঠান কোন ঋণ সেবা কার্যক্রম পরিচালনা করে না । ১লা ডিসেম্বর হতে ৩০শে নভেম্বর পর্যন্ত সময় কে সাংগঠনিক অর্থ বছর হিসাব করে প্রতিবছর একটি বাজেট প্রনয়ন করে তা সাধারন সভায় অনুমোদনের মাধ্যমে কার্যকর করা হয়ে থাকে।বাজেটে প্রত্যক উপ-কমিটি,সহযোগী সংগঠন,শাখা ইউনিটের জন্য নির্ধারিত পরিমাণ অর্থ বরাদ্দ করা থাকে এবং বরাদ্দকৃত অর্থ দ্বারাই উপ-কমিটি,সহযোগী সংগঠন,শাখা ইউনিটগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে।আর্থিক খরচের বিষয়ে কার্যপরিষদ কোন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারে না।অর্থ খরচের সকল ক্ষমতা উপ-কমিটি, সহযোগী সংগঠন,শাখা ইউনিট তাদের স্ব স্ব বিধিমালা অনুসারে ন্যাস্ত।এবং প্রতি মাসে সাংগঠনিক আয়-ব্যয়ের তথ্য সাধারন সদস্যদের নিকট প্রেরণ করার পাশাপাশি আর্থিক বছর শেষে সকল পূর্ণাঙ্গ আয়-ব্যয় তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়ে থাকে।আমরাই একমাত্র সংগঠন যাদের সকল বিষয়ের সকল তথ্য সর্বদা সদস্য ব্যতীত সাধারনের মাঝে প্রদানের সকল ব্যবস্থা রয়েছে । এমনকি সাংগঠনিক সকল আয়-ব্যয়ের তথ্যও জনসাধারনের সামনে প্রতিবছর প্রকাশ করা হয় শুধুমাত্র স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য । অথচ আর্থিক আয়-ব্যয়ের সাথে জনসাধারনের কোনরূপ সম্পর্ক নেই ,কারন আমরা আমাদের নিজস্ব অর্থে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান । অন্যকারো মুখাপেক্ষী আমরা কখনোই ছিলাম না ।

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন