Menu

আলোর প্রদীপ কথন

সংগঠনের যাত্রাঃ

পরার্থপরতা মানুষের বিশিষ্ট গুন । পশুর মত আত্নকেন্দ্রিক জীবন যাপনের জন্য মানুষ পৃথিবীতে আসেনি । পরার্থে আত্মোৎসর্গ করার জন্যই পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে । এই জন্যই বোধ করি ভূপেন হাজারিকা গেয়েছিলেন “ মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য”। সত্যিই মানব জীবন যদি অপরের কল্যাণে ব্যয় না হয়,তাহলে তার মাঝে সার্থকতা কোথায় ? আর এই মানবতার সেবায় চিরন্তন বাণীতে উজ্জীবিত “আলোর প্রদীপ” সমাজের নিরক্ষরতা দূরীকরণ,সমস্ত অন্যায় কুসংস্কার ও কুপমন্ডূকতা দূর করার লক্ষ্য “সুন্দর জীবনের প্রত্যয়ে” এই মন্ত্রদীপ্ত শ্লোগানকে বুকে ধারন করে গত ১১ই অক্টোবর ২০০৮খ্রিষ্টাব্দ হতে মাত্র ২/- (দুই টাকা) পুঁজি ও দুই জন সদস্য নিয়ে অ-আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আলোর প্রদীপঃ

আলোর প্রদীপ শব্দ দুটি এখানে মূলত প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে । এখানে “আলো” বলতে আমরা সেই আলোকে বুঝিয়েছি , যা মানুষের জীবনকে শিক্ষার আলোয় আলোকিত করে। আর “প্রদীপ” হচ্ছে সেই আলো প্রজ্বলনের উপকরণ । যার উপর ভিত্তি করে আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। আর সেই ভিত্তি হচ্ছে অত্র সংগঠন ।

(ক) বাংলায়ঃ আলোর প্রদীপ ( সামাজিক উন্নয়নমূলক সংগঠন)।

(খ) ইংরেজিতেঃ ALLOR PRODIP (social development organization)

(গ) প্রতীকঃ উদীয়মান সূর্যের চতুর্পাশ্বে অর্ধবৃত্ত আসমানী রঙ দ্বারা অর্ধবৃত্ত টি সীমাহীন বিশালতা ও সবুজ রঙের ইউ আকৃতি    দ্বারা দেশের প্রাকৃতিক সৌন্দর্যকেই প্রকাশ করে।

(ঘ) পতাকাঃ সাদা রঙের মধ্যে উদীয়মান লাল সূর্য,বাম পার্শ্বে আসমানী রঙ লম্বভাবে সাদা অংশকে খন্ডিত করে এবং উপরের দিকে ডানপার্শ্বে ত্রিভূজ আকৃতির সবুজ রঙের মিশ্রন।

(ঙ) শ্লোগানঃ সংগঠনের শ্লোগান হবে “সুন্দর জীবনের প্রত্যয়ে” ।যা জগতের সর্বক্ষেত্রে সুন্দরের বারতা বহন করবে ।

অস্থায়ী কার্যালয়ঃ

গ্রামঃ কাবিলপুর,ডাকঘরঃ সোনাতলা,ইউনিয়নঃ সোনাতলা,উপজেলাঃ সোনাতলা,জেলাঃ বগুড়া।

 

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন