Menu

আলোর প্রদীপ সংগঠনের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট-২০১৯

২০১৮-২০১৯ অর্থ বছরের মোট আয়ের তথ্য বিবরণীঃ
——————————————————————-
০১। সদস্য কর্তৃক সম্ভাব্য আয় – ১,৯৭০/- (এক হাজার নয়শত সত্তর টাকা মাত্র)
০২। শিক্ষা অনুদান সংগ্রহ – ৪৯,২৬০/- (উনপঞ্চাশ হাজার দুইশত ষাট টাকা)
০৩। সাংগঠনিক অভ্যন্তরীন আয় – ৬১,৮৭২/- (একষট্টি হাজার আটশত বাহাত্তর টাকা)
০৪। সাংস্কৃতিক বিষয় হতে আয় – ৩৩,৮০০/- (তেত্রিশ হাজার আটশত টাকা মাত্র)
০৫। উন্নয়ন ফি বাবদ আয় – ৫৬৫/- (পাঁচশত পয়ষট্টি টাকা মাত্র)
০৬। শাখা হতে আয় – ৩৭/- (সাইত্রিশ টাকা মাত্র)
০৭। সাংগঠনিক সুরক্ষা আয় – ১০,২৩৮/- (দশ হাজার দুইশত আটত্রিশ টাকা)
০৮। বিজ্ঞাপন বাবদ আয় – ১৬,৭০০/- (ষোল হাজার সাতশত টাকা মাত্র)
০৯। ২০১৭-২০১৮ অর্থ বছরের উদ্বৃত অর্থ – ২৯,০০৪/- (উনত্রিশ হাজার চার টাকা মাত্র)
 
মোট আয় = ২,০৩,৪৪৬/- (দুই লক্ষ তিন হাজার চারশত টাকা মাত্র)
 
২০১৮-২০১৯ অর্থ বছরের মোট ব্যয়ের তথ্য বিবরণীঃ
—————————————————————–
০১। শিক্ষা সহায়তা উপ-কমিটিতে – ১৬,৩৯৯/- (ষোল হাজার তিনশত নিরানব্বই টাকা)
০২। সাংগঠনিক উপ-কমিটিতে – ২০,২৯৬/- (বিশ হাজার দুইশত ছিয়ানব্বই টাকা)
০৩। মানবিক সহায়তা উপ-কমিটিতে – ৯,৪০১/- (নয় হাজার চারশত এক টাকা)
০৪। তথ্য ও প্রকাশনা উপ-কমিটিতে – ২৫,২২০/- (পঁচিশ হাজার দুইশত বিশ টাকা)
০৫। সাংস্কৃতি উপ-কমিটিতে – ৪২,৮৪৪/- (বিয়াল্লিশ হাজার আটশত চুয়াল্লিশ টাকা)
০৬। কিশোর স্বেচ্ছাসেবী দল – ১০০০/- (এক হাজার টাকা)
০৭। শাখা খরচ – ১,২৮৭/- (এক হাজার দুইশত সাতাশি টাকা)
০৮। মজার স্কুলের জন্য – ৮১৭/- (আটশত সতের টাকা)
 
মোট ব্যয় = ১,১৭,২৬৪/- (এক লক্ষ সতের হাজার দুইশত চৌষট্টি টাকা মাত্র)
 
২০১৮-২০১৯ অর্থ বছরের মোট উদ্বৃত্ত অর্থ = ৮৬,১৮২/- ছিয়াশি হাজার একশত বিরাশি টাকা মাত্র।
 
 
২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য আয়ের তথ্য বিবরণীঃ
——————————————————————–
০১। সদস্য কর্তৃক সম্ভাব্য আয় – ১৬,০০০/- (ষোল হাজার টাকা মাত্র)
০২। শিক্ষা অনুদান সংগ্রহ – ৯০,০০০/- (নব্বই হাজার টাকা মাত্র)
০৩। সাংগঠনিক অভ্যন্তরীন আয় – ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র)
০৪। সাংস্কৃতিক বিষয় হতে আয় – ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র)
০৫। কিশোর স্বেচ্ছাসেবী দল হতে আয় – ১০০০/- (এক হাজার টাকা মাত্র)
০৬। উন্নয়ন ফি হতে আয় – ৮,৫০০/- (আট হাজার পাঁচশত টাকা মাত্র)
০৭। শাখা হতে আয় – ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা মাত্র)
০৮। বিজ্ঞাপন বাবদ আয় – ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র)
০৯। সাংগঠনিক সুরক্ষা হতে আয় – ৭,০০০/- (সাত হাজার টাকা মাত্র)
১০। আইন সুরক্ষা হতে আয় – ১০০০/- (এক হাজার টাকা মাত্র)
১১। এক যুগ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র)
১২। ২০১৮-২০১৯ অর্থ বছরের উদ্বৃত অর্থ – ৮৬১৮২/- (ছিয়াশি হাজার একশত বিরাশি টাকা মাত্র)
১৩। সন্ধ্যাকালীন স্কুল অনুদান – ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র)
 
মোট সম্ভাব্য আয় = ৩,৭৬,১৮২/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশত বিরাশি টাকা মাত্র)
 
২০১৯-২০২০ অর্থ বছরের সর্বমোট বরাদ্দের তথ্য বিবরণীঃ
———————————————————————–
০১। শিক্ষা সহায়তা উপ-কমিটিতে বরাদ্দ – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র)
০২। সাংগঠনিক উপ-কমিটিতে বরাদ্দ – ৬০,০০০/- (ষাট হাজার টাকা মাত্র)
০৩। মানবিক সহায়তা উপ-কমিটিতে বরাদ্দ – ২২,১৯৯/- (বাইশ হাজার একশত নিরানব্বই টাকা মাত্র)
০৪। তথ্য ও প্রকাশনা উপ-কমিটিতে বরাদ্দ ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র)
০৫। সাংস্কৃতি উপ-কমিটিতে বরাদ্দ – ৪৫,৪০৫/- (পঁয়তাল্লিশ হাজার চারশত পাঁচ টাকা মাত্র)
০৬। কিশোর স্বেচ্ছাসেবী দলে বরাদ্দ – ৩,০৭০/- (তিন হাজার সত্তর টাকা মাত্র)
০৭। শাখা বরাদ্দ – ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র)
০৮। সাংগঠনিক সুরক্ষা তহবিলে – ৭,০০০/- (সাত হাজার টাকা মাত্র)
০৯। আইনি সুরক্ষা তহবিলে – ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র)
১০। মজার স্কুলের জন্য বিশেষ – ৫,২৩০/- (পাঁচ হাজার দুইশত ত্রিশ টাকা মাত্র)
১১। এক যুগপূর্তী অনুষ্ঠান আয়োজনের জন্য – ২৮,০০০/- (আটাশ হাজার টাকা মাত্র)
১২। সন্ধ্যাকালীন স্কুল বাস্তবায়নে বিশেষ বরাদ্দ – ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র)
 
মোট বরাদ্দ = ২,৯০,৯০৪/- (দুই লক্ষ নব্বই হাজার নয়শত চার টাকা মাত্র)
 
২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য উদ্বৃত্ত অর্থ = ৮৫,২৭৮/- (পঁচাশি হাজার দুইশত আটাত্তর টাকা মাত্র)।
 
২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য আয় = ৩,৭৬,১৮২/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশত বিরাশি টাকা মাত্র)।
২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য ব্যয় = ২,৯০,৯০৪/- (দুই লক্ষ নব্বই হাজার নয়শত চার টাকা মাত্র)।
২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য উদ্বৃত অর্থ = ৮৫,২৭৮/- (পঁচাশি হাজার দুইশত আটাত্তর টাকা মাত্র)।
 
২০১৯-২০২০ অর্থ বছরের সর্বমোট বাজেট = ৩,৭৬,১৮২/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশত বিরাশি টাকা মাত্র)।
 
 
বাজেট অনুমোদনে-
 
মোঃ মোকছেদুল ইসলাম
উপ-চেয়ারম্যান
আলোর প্রদীপ।
 
 
মোঃ মেহেদী হাসান
হিসাবরক্ষক (কার্য পরিষদ কর্তৃক নিযুক্ত)
আলোর প্রদীপ।

No comments

Leave a Reply

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন