Menu

উদ্দেশ্য

সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাঃ

আলোর প্রদীপ একটি স্বেচ্ছাসেবী এবং সম্পূর্ণ অ-রাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান । যার মূলমন্ত্রে রয়েছে জনসেবা । জনসেবাই তার ধ্যান ,চিন্তা ও গবেষণার বিষয় । আমরা জানি , একটি সুষ্ঠ সুন্দর ধারাবাহিক পরিকল্পনা ছাড়া কোন ভালো কাজ করা সম্ভব নয় । আর সে কথা মাথায় রেখে আমরা একটি সুষ্ঠ ধারাবাহিক পরিকল্পনা গ্রহন করেছি।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের অসহায় দরিদ্র শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনি পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে সকল ব্যয় বহন ও সার্বিক সহযোগিতা করা । এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছি ।

১। নিরক্ষরতা দূরীকরন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করনে নানামুখী বাস্তব ভিত্তিক কর্ম সম্পাদন।

২। সামাজিক ক্ষেত্রে নানামুখী কুসংস্কার দূরীকরনের লক্ষ্যে কার্যকরি উদ্যাগ গ্রহন।

৩। সামাজিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধে প্রয়োজনীয় উদ্দ্যাগ গ্রহন।

৪। মাদকাশক্তির করাল গ্রাস হতে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

৫। কর্মমূখী শিক্ষার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী কে আত্ননির্ভরশীল হতে সহায়তা করা।

৬। শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্দ্যাগ গ্রহন ।

৭। যৌতুক প্রথা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কর্ম সম্পাদন।

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন