সংগঠনের সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠভাবে পরিচালনা ও কার্যপরিষদের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের অধিভুক্ত ৫ টি উপকমিটি বিদ্যামান রয়েছে।উপকমিটি গুলো কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত হয়ে এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।এবং প্রত্যক উপ-কমিটির একজন করে সভাপতি ও সহ-সভাপতি সহ কার্যপরিষদ কর্তৃক মনোনীত সদস্যগণের সমন্বয়য়ে স্ব-স্ব বিধিমালা অনুসারে কার্যক্রম পরিচালনা করে থাকে।উপ-কমিটি গুলো সভাপতির নেতৃত্বে স্ব-স্ব বিঁধিমালা দ্বারা পরিচালিত।
উপকমিটি সমূহ-
ক। শিক্ষা সহায়তা উপ-কিমিটি।
খ। সাংগঠনিক উপ-কমিটি।
গ। সাংস্কৃতিক উপ-কমিটি।
ঘ। মানবিক সহায়তা উপ-কমিটি।
ঙ। তথ্য,প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
মূলত এ উপকমিটির তত্ত্বাবধায়নে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।