আগামী ১১ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ আলোর প্রদীপ সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে যেকোন বয়সী বাংলাদেশের নাগরিকদের জন্য চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংগঠনকে উদ্দেশ্য করে যে কেউ শুধুমাত্র ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় চিঠি পাঠাতে পারবেন। নির্বাচিত চিঠি দাতার জন্য থাকছে বিশেষ সম্মানী ও পুরষ্কার।
শর্তাবলিঃ-
———————-
১। চিঠির ভাষা অবশ্যই বাংলা মাধ্যমে হতে হবে।
২। চিঠি লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে।
৩। একজন একের অধিক চিঠি পাঠাতে পারবেন।
৪। চিঠির ভাষা অবশ্যই পরিমার্জিত,সাবলিল হতে হবে।
৫। চিঠি অবশ্যই আগামী ০১ অক্টোবর ২০২০ খ্রিঃ এর মধ্যে পৌছাতে হবে।
চিঠি পাঠানোর ঠিকানাঃ-
——————————
সাধারণ সম্পাদক
আলোর প্রদীপ
আলোর প্রদীপ চত্ত্বর,কাবিলপুর,সোনাতলা,বগুড়া-৫৮২৬
মোবাইলঃ ০১৭৭০-০৭৩২৮১/ ০১৭১৪-৬৬০১৭৯
Leave a Reply