সংগঠনের পরিচালিত বর্তমান কার্যক্রম
১। বাহার উদ্দিন দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সহায়তা প্রকল্প (প্রাথমিক সমাপনি পর্যন্ত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা খরচ বহন করা সহ তাদের সার্বিক তদারকি করা)।
২। বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন।
৩। জামিল আখতার বীনু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প (প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের প্রতিদিন পুষ্টিকর খাবার প্রদান)
৪। দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষা উপকরন ও শিক্ষা সহায়তা প্রদান।
৫। আলোর প্রদীপ বৃত্তি প্রকল্প (মেধাবী শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে বৃত্তি প্রদান)।
৬। আলোর প্রদীপ মজার ইস্কুল পরিচালনা (প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাসে একটি করে সাধারন জ্ঞান ভিত্তিক ভিন্নধর্মী পাঠদান কার্যক্রম)।
৭। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বাস্তব ভিত্তিক প্রাচার-প্রাচরনা ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা।
৮। বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিয়ে প্রতিরোধ।
৯। অসহায় দরিদ্র জনগোষ্টিকে চিকিৎসা গ্রহনে আর্থিক সহায়তা প্রদান।
১০। বিভিন্ন জাতীয় দিবস পালন।
১১। সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম পরিচালনা (ফটোগ্রাফি,কবিতা,চিত্রাঙ্গকন,কারুশিল্প প্রতিযোগিতার আয়োজন ও তাদের সম্মানী পুরষ্কার প্রদান)।
১২। আলোর দূত নামক ত্রিমাসিক অনলাইন মূখপত্র প্রকাশ।
১৩। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান।
১৪। দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান।
১৫। একটি আদর্শ ভিত্তিক সমাজ গঠনে নানামূখী জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা।
১৬। সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা।
১৭। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানামূখী বিষয়ে অবদান রাখা ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান।