আলোর প্রদীপ বার্ষিক কর্মপরিকল্পনা-২০২২
১। “বাহারউদ্দিন দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সহায়তা প্রকল্প-০৯” এর আওতায় ১১ জন দরিদ্র শিক্ষার্থী (আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়) কে অন্তর্ভুক্ত করা।
২। আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর ১০০জন অতি দরিদ্র শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষা উপকরণ প্রদান করা।
৩। ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে আলোর প্রদীপ সংগঠনের কিশোর দল গঠন করা।
৪। “জামিল আখতার বীনু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প” এর আওতায় ১১ জন দরিদ্র শিক্ষার্থী (আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়) মাসিক ১৫ দিন পুষ্টিকর খাবার ও ফল বিতরণ।
৫। সাধারণ সদস্য ১৫০ জনে উন্নীত করা।
৬। দাতা সদস্য সংখ্যা ২০ জনে উন্নীত করা।
৭। সংগঠনের মাসিক আয় ৫০০০/- টাকায় উন্নীত করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ।
৮। ২০২১-২০২২ অর্থ বছরের আর্থিক বাজেট বাস্তবায়নের লক্ষ্যে টাকা অনুদান সংগ্রহ।
৯। গঠিত “সাংগঠনিক সুরক্ষা তহবিল-২০১৮” “আইনি সুরক্ষা তহবিল-২০১৮” ও “সদস্য কল্যাণ তহবিল” বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা।
১০। সাংগঠনিক প্রচার ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতায় মার্চ-২০২২ হতে ডিসেম্বর -২০২২ সময় পর্যন্ত উপজেলা ব্যাপী ওয়ার্ড ভিত্তিক জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ক্যাম্পেইন পরিচালনা ও ক্যাম্পেইন শেষে “মাদক বিরোধী মহাসমাবেশ” আয়োজন।
১১। দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা,শীতার্তদের শীতবস্ত্র বিতরণ,দরিদ্রদের খাদ্য সমগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা।
১২। বিভিন্ন জাতীয় দিবস পালন।
১৩। সুস্থ্ সাংস্কৃতি বিকাশে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা।
১৪। বার্ষিক বনভোজন আয়োজন।
১৫। সামাজিক জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ,পোষ্টারিং, ইত্যাদির মাধমে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা। ১৬। সাধারণ সদস্যদের প্রদত্ত অনুদানের অর্থ শতভাগ আদায়।
১৭। আলোর দূত নামক ত্রিমাসিক অনলাইন মূখপত্র কে বার্ষিক মূখপত্রে রূপান্তর।
১৮। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানামূখী বিষয়ে অবদান রাখা ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান।
১৯। “পঞ্চ উন্নয়ন কর্মপরিকল্পনা -২০১৭” বাস্তবায়নে আরো ১০০ টি বৃক্ষরোপন।
২০। সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগঠন কে নিবন্ধিত করা।
২১। সাংগঠনিক পরিচয় সুনিশ্চিত করতে সকল সদস্যকে পরিচয়পত্র প্রদান।