Menu

মাসিক দানের অর্থ বৃদ্ধি সংক্রান্ত নোটিশ

নোটিশ
——————-
স্বারকঃ- আ/প/ক/স/সা-০৩-২১-২৯৪ তারিখঃ ৩১/০৮/২০২১ খ্রিষ্টাব্দ।
 
এতদ্বারা ৩০ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত কার্যপরিষদ সভার সিদ্ধান্ত অনুসারে সংগঠনের সাংগঠনিক ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সদস্যদের মাসিক দানের অর্থ ১০/- (দশ টাকা) থেকে বৃদ্ধি করে ১২.৫০ পয়সা করা হয়েছে।সে হিসেবে একজন সদস্যকে বছরে দানের অর্থ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা), উন্নয়ন ফি ২৫/- (পচিশ টাকা), সদস্য কল্যাণ ফি ০৫/- (পাঁচ টাকা) সহ মোট ১৮০/- (একশত আশি টাকা) বছরে একবার প্রদান করতে হবে।সেই সাথে বিগত অর্থ বছরে যাদের বকেয়া আছে তাদের পূর্ববর্তী অর্থ বছরের হিসাবেই বকেয়া পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, এই আদেশটি ২০২০-২০২১ অর্থ বছর হতে কার্যকর হবে।
 
 
 
 
আদেশক্রমে-
 
 
 
মোঃ বোরহান উদ্দিন
সাধারণ সম্পাদক
আলোর প্রদীপ।

No comments

Leave a Reply

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন