Menu

শতবর্ষে বঙ্গবন্ধুকে জানি কুইজ প্রতিযোগিতা

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে আলোর প্রদীপ সংগঠন “বঙ্গবন্ধু কে জানি” অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।বাংলাদেশের যেকোন বয়সী নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।কুইজ প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকছে বই,পরিবেশ রক্ষায় গাছ,স্বাস্থ্য সচেতনতায় মাস্ক,সাবান,হ্যান্ডওয়াস (মেয়দের জন্য স্যানেটারি ন্যাপকিন) সহ আকর্ষনীয় পুরস্কার। এবং ১০০ টি প্রশ্নের সঠিক উত্তর দাতার জন্য থাকবে একটি মোবাইল ফোন সেট ও টেলিটক অপারেটরের একটি সীমকার্ড সাথে পরিবেশের বন্ধু গাছ ও স্বাস্থ্য সচেতনতায় একটি মাস্ক।

প্রতিযোগিতার শেষ সময়ঃ- ৩১ শে মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ রাত ১১.৩০ মিনিট পর্যন্ত। তো আর দেরি কেন বন্ধু?

ঝটপট এই লিংকে প্রবেশ করে প্রশ্নের উত্তর জমা দাও।

https://forms.gle/96xxD7EQrEbaksAF6

No comments

Leave a Reply

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন