সংগঠনের সাংগঠনিক কাঠামোঃ
আলোর প্রদীপ তার নিজস্ব গঠনতন্ত্র অনুসারে পরিচালিত। এখানে কোন ব্যাক্তি ,প্রতিষ্ঠান কর্তৃক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
১। উপদেষ্টা পরিষদঃ
সংগঠনের সিদ্ধান্ত গ্রহনে কার্যপরিষদকে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে নির্বাচিত কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত একটি উপদেষ্টা পরিষদ রয়েছে। একজন প্রধান উপদেষ্টা সহ কার্যপরিষদ কর্তৃক নির্ধারিত সদস্যগনের সমন্বয়য়ে এই পরিষদ গঠিত। গঠিত উপদেষ্টা পরিষদের মেয়াদ ৩ বছর। এবং উপদেষ্টা পরিষদের সদস্যগণ সংগঠনের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত হন।উপদেষ্টা পরিষদের সদস্য হতে গেলে তাকে অবশ্যই সংগঠনের সাধারন সদস্য পদে কমপক্ষে এক বছর কাজের যোগ্যতা থাকতে হয়।কিন্তু উপদেষ্টা পরিষদ শুধুমাত্র নির্বাচনকালীন সময় ব্যতীত কোন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন না।
২। কার্যপরিষদঃ
সংগঠন পরিচালনার জন্য একটি ১৯ সভ্য বিশিষ্ট কার্যপরিষদ রয়েছে।কার্যপরিষদের প্রত্যক সদস্যই সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।নির্বাচিত কার্যপরিষদ দুই বছরের জন্য প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত।নির্বাচিত কার্যপরিষদ সকল প্রকার সাংগঠনিক নির্বাহী ক্ষমতার অধিকারি।সকল প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহন,চুক্তি সম্পাদন,উপ-কমিটি পরিচালনা,উপদেষ্টা পরিষদ অনুমোদন সহ সকল ক্ষমতা কার্যপরিষদের হাতে ন্যাস্ত।প্রতি মাসে একবার কার্যপরিষদ সভা অনুষ্ঠিত হয়।
৩। উপ-কমিটিঃ
সংগঠনের সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠভাবে পরিচালনা ও কার্যপরিষদের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের অধিভুক্ত ৫ টি উপকমিটি বিদ্যামান রয়েছে।উপকমিটি গুলো কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত হয়ে এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।এবং প্রত্যক উপ-কমিটির একজন করে সভাপতি ও সহ-সভাপতি সহ কার্যপরিষদ কর্তৃক মনোনীত সদস্যগণের সমন্বয়য়ে স্ব-স্ব বিধিমালা অনুসারে কার্যক্রম পরিচালনা করে থাকে।উপ-কমিটি গুলো সভাপতির নেতৃত্বে স্ব-স্ব বিঁধিমালা দ্বারা পরিচালিত।
উপকমিটি সমূহ-
ক। শিক্ষা সহায়তা উপ-কিমিটি।
খ। সাংগঠনিক উপ-কমিটি।
গ। সাংস্কৃতিক উপ-কমিটি।
ঘ। মানবিক সহায়তা উপ-কমিটি।
ঙ। তথ্য,প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
মূলত এ উপকমিটির তত্ত্বাবধায়নে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
৪। সহযোগি সংগঠনঃ
(ক) কিশোর স্বেচ্ছাসেবী দল-
এছাড়া সংগঠনকে সহযোগিতার জন্য কিশোর স্বেচ্ছাসেবী দল নামে একটি সহযোগি সংগঠন রয়েছে।সহযোগি সংগঠন তাদের নিজস্ব বিধিমালা দ্বারা পরিচালিত।এবং কিশোর দল পরিচালনার জন্য আলাদা একটি কার্যনির্বাহী পরিষদ রয়েছে।এই পরিষদের সকল সদস্য কিশোর দলে অন্তর্ভূক্ত সদস্যগনের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত ও আলোর প্রদীপ সংগঠনের কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত।কিশোর দলের নির্বাহী পরিষদের মেয়াদ এক বছর। কিশোর দলে অন্তর্ভূক্ত সদস্যরা ১৮ বছর পূর্ণ করার পর আলোর প্রদীপ সংগঠনের সদস্য হিসেবে অন্তরভূক্ত হয়ে থাকে।
(খ) জয়িতা ইউনিট–
সংগঠনের নারী সদস্যদের স্ব স্ব স্বাধীন সত্তার কার্যক্রম পরিচালনার জন্য জয়িতা ইউনিট নামকট একটি দল রয়েছে।এই দল কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত ও এর কমিটির সদস্যরা কার্যপরিষদ কর্তৃক নির্ধারিত।এই ইউনিট নারীদের সকল সমস্যা সমাধানে কাজ করে থাকে।
(গ) শাখা ইউনিট-
সংগঠনের সার্বিক কার্যক্রম সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে এলাকা ভিত্তিক,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় গুলোতে সংগঠনের শাখা ইউনিট কার্যক্রম পরিচালিত হচ্ছে।শাখা ইউনিটগুলো আলাদা বিধিমালা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত।প্রত্যেকটি শাখা ইউনিট পরিচালনার জন্য একটি স্বাধীন পরিচালনা পর্ষদ রয়েছে।শাখা ইউনিট পরিচালনা পর্ষদের সদস্যরা স্ব স্ব শাখা ইউনিটে অন্তর্ভূক্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছর মেয়াদে নির্বাচিত ও আলোর প্রদীপ কার্যপরিষদ কর্তৃক অনুমোদিত।শাখা ইউনিটে অন্তর্ভূক্ত সদস্যরা কমপক্ষে একবছর শাখা ইউনিটে কাজ করা স্বাপেক্ষে আলোর প্রদীপ সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হতে পারে।
৫। পরিকল্পনা কাউন্সিলঃ
কার্যপরিষদ কে সহায়তার লক্ষ্যে এবং সাংগঠনিক বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রনয়নের সুবিধার্থে সাবেক কার্যপরিষদ সদস্যদের সমন্বয়ে পরিকল্পনা কাউন্সিল গঠিত হয়।পরিকল্পনা কাউন্সিলে একজন কাউন্সিল প্রধান সহ কতোজন সদস্য অন্তর্ভূক্ত হবেন তা কার্যপরিষদ নির্ধারন করে থাকে এবং পরিকল্পনা কাউন্সিলে পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাচিবিক দায়িত্ব পালন করেন। প্রতিটি চলমান কার্যপরিষদ কার্যভার গ্রহনের পর সুবিধাজনক সময়ে এই কাউন্সিল গঠন করে থাকে এবং কার্যপরিষদের মেয়াদ উত্তির্ন বা ভেঙ্গে যাওয়া বা ক্ষমতা হস্তান্তরের দিন হতে চলমান পরিকল্পনা কাউন্সিল বিলুপ্ত হয় বা কার্যপরিষদের ইচ্ছায় চলমান বা বিলুপ্ত হয়।পরিকল্পনা কাউন্সিল শুধুমাত্র বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা প্রনয়ন করে তা বাস্তবায়নের জন্য কার্যপরিষদ কে সুপারিশ করে।এতদ্বা কার্য ব্যাতিত এ কাউন্সিল কোনরুপ নির্বাহী বা তদরুপ ক্ষমতা প্রয়োগ করতে পারে না।